• খেলা

    করোনায় মৃত্যু নেই, শনাক্ত ১৮৩ জন

      প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২২ , ১০:০৪:৪০ প্রিন্ট সংস্করণ

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে, এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নতুন করে কেউ মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪২৪ জনে অপরিবর্তিত রয়েছে। আর নতুন ১৮৩ জনকে নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জন হয়েছে। 

    বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত হন ১৮৩ জন।শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৮১ শতাংশ। আগের দিন এই হার ৩ দশমিক ০৬ শতাংশ ছিল।

    এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫৫ জন করোনা রোগীর সুস্থ হয়েছেন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জন।

    আরও খবর

    Sponsered content