প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৫ , ১:২৯:০০ প্রিন্ট সংস্করণ
সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। রোগী ও তাদের স্বজনরা খোয়াচ্ছেন মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল ও সংলগ্ন এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে চোর-ছিনতাইকারীরা।
সম্প্রতি হাসপাতালে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন আফিয়া ফাহমিদা জুলফা নামের এক তরুণী। অভিযোগ সূত্রে জানা যায়, তার মা উম্মে হানি অসুস্থ হয়ে গত ১০ এপ্রিল থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় অর্থোপেডিক্স বিভাগে ভর্তি হন। মায়ের দেখাশোনা করার জন্য তিনি সঙ্গে আছেন।
বুধবার (১৬ এপ্রিল) দিনগত রাত ২টা থেকে ৩টার কোনো একসময় তিনি ঘুমিয়ে গেলে তার ভ্যানিটি ব্যাগ চুরি করে হয়ে যায়। এই ব্যাগে তিন হাজার টাকা, আধা ভরি ওজনের সোনার কানের ফুল এবং একটি নাকফুল ছিল। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা জানান, হাসপাতালের ওই ওয়ার্ডের সিসিটিভি ক্যামেরা নষ্ট।
খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন সময় শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে এভাবে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন জানান, অনেক দিন ধরে হাসপাতালের সিসি ক্যামেরা নষ্ট। পিডব্লিউডি এগুলো সরবরাহ করেছিল। তারা রিপেয়ার করে দেওয়ার কথা কিন্তু এখনো দেননি।