• সারাদেশ

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ১

      প্রতিনিধি ৮ মার্চ ২০২৫ , ৮:১৬:১২ প্রিন্ট সংস্করণ

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ১
    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ১

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ভুট্টাক্ষেত থেকে সিয়াম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

     

    ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে ঐ শিশুর সৎভাই লাইস (১৪) কে আটক করেছে পুলিশ। সিয়াম ইনুয়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে। সিয়ামের মা সানু আক্তার জানায়, ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিয়ামকে বাড়িতে রেখে পাশের মাঠে গরুর জন্য ঘাস আনতে যান তিনি। ফিরে এসে দেখেন সিয়াম বাড়িতে নেই ।

     

    অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পান। পরে তার সৎভাই লাইসকে জিজ্ঞাসা করলে লাইস জানায় সিয়ামকে মেরে ভুট্টাক্ষেতে ফেলে রেখেছে সে। পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস,আই) আব্দুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় সৎভাইকে আটক করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content