• খেলা

    বিশ্বকাপের টিকিট পাওয়ার অপেক্ষা বাগিনীদের

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৫ , ১২:২০:৫২ প্রিন্ট সংস্করণ

    বিশ্বকাপের টিকিট পাওয়ার অপেক্ষা বাগিনীদের
    বিশ্বকাপের টিকিট পাওয়ার অপেক্ষা বাগিনীদের

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেতে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে হতো বাংলাদেশ দলকে। তবে নিগার সুলতানা জ্যোতির দল পারেনি। তাই খেলতে হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। তবে এখানেও বাধা সেই ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। আজ জিতলেই বিশ্বকাপের টিকিট হাতে পেত জ্যোতির দল। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরে অপেক্ষা বাড়লো তাদের।

    বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে আজ পাকিস্তানের লাহোরে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভারে ৩ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই বিশ্বকাপের টিকিট পাওয়ার মিশনে টিকে থাকলো ক্যারিবিয়ান মেয়েরা।

    ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৪৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। তবে ৬০ রানের মাথায় জোড়া আঘাতে বাংলাদেশকে ম্যাচে ফেরান বারেয়া খান ও ফাহিমা খাতুন। তবে চতুর্থ উইকেটে আবারও ঘুরে দাঁড়ায় তারা। স্টেফানি টেইলর ৩৬ ও অধিনায়ক হেইলি ম্যাথিউস করেন ৩৩ রান। শেষের দিকে চিনেলে হেনরির ৫১ রানে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ।

    এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ১৩০ রানেও বাংলাদেশ হারিয়েছিল মাত্র ১ উইকেট। ওপেনার ফারজানা হক ৪২ ও তিনে নামা শারমিন আক্তার করেন ৬৭ রান। তবে রানের খাতা ১৩০ পেরোতেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়তে থাকে টাইগ্রেসরা। ৪৩ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট।

    আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক জ্যোতিও ফিরেছেন মাত্র ৬ রানে। তবে শেষে নামা রাবেয়া খাতুনের ২০ বলে অপরাজিত ২৩ ও নাহিদা আক্তারের ২৫ রানে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

    এই হারে বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষা বাড়লো বাংলাদেশের। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলে নিশ্চিত বিশ্বকাপ খেলবে জ্যোতিরা। তবে সে ম্যাচে হারলেও সুযোগ থাকবে খেলার, যদি ওয়েস্ট ইন্ডিজ তাদের পরের ম্যাচ হারে। আর ওয়েস্ট ইন্ডিজ জিতলে সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে বাংলাদেশের সমান। তখন রান রেটের হিসাব নিকাশে এগিয়ে থাকা দল পাবে বিশ্বকাপের টিকিট।

     

    আরও খবর

    Sponsered content