Friday, August 1, 2025

অন্তবর্তীকালীন সরকারের ঘোষিত সময়েই নির্বাচন দিতে হবে : মো. নূরুল ইসলাম বুলবুল

Date:

* স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করতে হবে – মো. নূরুল ইসলাম বুলবুল

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই গণহত্যার বিচার ও রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী ৫ আগস্ট পরবর্তী সময় থেকেই বলে আসছে গণহত্যার বিচার ও রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার করে জাতীয় নির্বাচনে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযানের সমাপনী দিনে মতিঝিল দক্ষিণ থানা আয়োজিত মতিঝিল শাপলা চত্বরে গণসংযোগ পক্ষের দাওয়াতী অভিযান ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন আগে দিয়ে প্রশাসনের সক্ষমতা যাচাই করার দাবি জানিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, স্থানীয় সরকারে জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। দেশের সকল পৌরসভা, সিটি কর্পোরেশনে কোন মেয়র বা কাউন্সিলর নেই। স্থানীয় সরকার পরিচালনা করছে মাঠ প্রশাসনের কর্মকর্তারা। এতে একদিকে জনগণ যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে দুর্নীতির পথ আরো সুগম হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে স্থানীয় সরকার ও মাঠ প্রশাসন শক্তিশালী হবে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলার উন্নতি হবে, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাটকারীদের দমন করা সহজ হবে। যারা স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আপত্তি জানায়, তারা মূলত সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাটকারীদের রক্ষায় ভ‚মিকা রাখছে। এরা সন্ত্রাসীদের উপর ভর করে ক্ষমতায় বসতে চায়। অস্ত্রের মুখে প্রশাসনকে জিম্মি করে একটা প্রহসেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসনদে বসে নিজেদের খেয়াল খুশি মতো স্থানীয় সরকারকে চালাতে চায়। নিজেদের লোক দিয়ে সব প্রতিষ্ঠান দখল করতে চায়।

তিনি আরো বলেন, এক আল্লাহকে ভয় করায় জামায়াতে ইসলামী চ্যালেঞ্জ করে বলতে পারে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট করবে না। এই চ্যালেঞ্জ জামায়াতে ইসলামী ব্যতিত আর কোন রাজনৈতিক দল দিতে পারে না। কারণ তাদের রাজনৈতিক শক্তিই হচ্ছে সন্ত্রাস আর চাঁদাবাজ। জামায়াতে ইসলামীর রাজনৈতিক শক্তি হচ্ছে নৈতিক আদর্শ। তাই জামায়াতে ইসলামী প্রতিশ্রæতি দিয়ে বলতে পারে, জনগণ রাষ্ট্র পরিচালনা দায়িত্ব দিলে ৫ আগস্টের চেতানা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণ, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গঠন করা হবে। সেই বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে অংশগ্রহন করেত হবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে তিনি দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুহাম্মদ মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ঢাকা- ৮ আসনের গণমানুষের নেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী শামছুর রহমান।

থানা সেক্রেটারী ইমাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা কর্মপরিষদের সদস্য যথাক্রমে আব্দুল আউয়াল, হারন অর রশিদ, হাফিজুর রহমান, মোহাম্মদ আলী সরকার, আহসানুর রহমান হাসান, ইসলামী ছাত্র শিবিবের মতিঝিল থানা সভাপতি মিলন আহম্মেদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

নেতৃত্বে প্রতিষ্ঠাতার স্ত্রী আছিয়া আক্তার-১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

৩১ জুলাই ২০২৫ খ্রিঃসাংবাদিক সমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার...

রাণীনগরে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা

রাণীনগরে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা মৌ আকতারঃনওগাঁ জেলার...

মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে কুখ্যাত বাশার আটক, পলাতক আরও দুই

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের...

টেকনাফে র‍্যাবের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত অস্ত্র-মাদকের পাহাড়ে আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি...