প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫ , ৭:৫০:২৫ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এজাহারভুক্ত ১১ আসামিকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা আরেকটি মামলায়ও গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
গ্রেফতার দেখানো ১১ আসামি হলেন- প্রেমনন্দন দাস বুজা (১৯), রনব দাস (২৪), বিধান দাস (২৯), বিকাশ দাস (২৪), রুমিত দাস (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাস (২৫), শিব কুমার দাস (২৩), ওম দাস (২৬), অজয় দাস (৩০) ও দেবীচরণ (৩৬)।
আদালতে উপস্থিত থেকে বিষয়টি নিশ্চিত করেন মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি বলেন, ইসকন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার আসামিদের আজ আদালতে হাজির করা হয়। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
২০২৩ সালের ২৫ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরদিন চট্টগ্রামে এনে আদালতে হাজির করা হলে রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন নামঞ্জুর হয়। এরপর চিন্ময়কে কারাগারে নেওয়ার সময় আদালত এলাকায় তার অনুসারীরা প্রিজনভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করে।
দীর্ঘ তিন ঘণ্টা ধরে চলা ওই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। একপর্যায়ে পুলিশ ও বিজিবি লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আদালত ভবনের পাশের রঙ্গম সিনেমা হল গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। পাশাপাশি নিহতের বাবা কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। আলিফের ভাই খানে আলম বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করেন আরেকটি মামলা, যাতে ১১৬ জনকে আসামি করা হয়।
এ মামলাতেই মঙ্গলবার ১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।