Wednesday, July 30, 2025

আজও কাকরাইল মোড়ে জগন্নাথের আন্দোলনকারীরা

Date:

রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের হামলার বিচার ও তিন দফা দাবিতে রাতভর অবস্থানের পর সকালেও দেখা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাকরাইল মোড়ে অন্তত অর্ধশত আন্দোলনকারী অবস্থান করছিলেন।

 

আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থানের কারণে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয়েছে যানজট।

ঘটনাস্থলে থাকা রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদির বলেন, কাকরাইল মোড়ে অন্তত অর্ধশত আন্দোলনকারী আছেন। তারা রাতভর এখানে অবস্থান করেছেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের কেউ সড়কে শুয়ে আছেন, কেউ–বা বসে আছেন। কাকরাইল মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থানের কারণে এখানকার সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হাওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না।
তিন দফা দাবিতে গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী লংমার্চ কর্মসূচি শুরু করেন। পরে দুই দফা পুলিশি বাধায় পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দ্বিতীয় দফায় ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে পুলিশের টিয়ার গ্যাস, জলকামান, লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেডের তোপে পড়ে তারা ছত্রভঙ্গ হয়ে যান।

এর পরও শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে এগিয়ে আসার চেষ্টা করেন। পরে একই সঙ্গে লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে রাত ১০টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে ব্রিফ করতে আসেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় উপদেষ্টার মাথায় বোতল ছুড়ে মারেন জনৈক শিক্ষার্থী। পরে কোনো আলোচনা না করে উঠে চলে যান তিনি।

 

পরে উপদেষ্টা মাহফুজ আলম গণমাধ্যমকে বলেন, ‘গতকাল বুধবার রাতেও মিটিংয়ের জন্য রাজি ছিলাম। খুব দ্রুতই প্রধান উপদেষ্টা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তৈরি হবে। বিভিন্ন মিনিস্ট্রি এখানে জড়িত। সবার সঙ্গে বসে দ্রুতই সমস্যার সমাধান হবে। যারা আমার ওপর হামলা করেছেন, তারা আমার সঙ্গে জুলাই আন্দোলন করেননি। তারা এ কাজটি করে তাদের, তাদের শিক্ষকদের এবং নিজেদের বিশ্ববিদ্যালয়কে অপমানিত করেছেন।’

দেখা যায়, আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো—আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে কুখ্যাত বাশার আটক, পলাতক আরও দুই

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের...

টেকনাফে র‍্যাবের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত অস্ত্র-মাদকের পাহাড়ে আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি...

জেএসএস’র হাল ধরলেন আছিয়া আক্তার

“জাতীয় সাংবাদিক সংস্থা”র হাল ধরলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী মোছা: আছিয়া...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু মৌ আকতারঃবগুড়ার আদমদিঘী উপজেলার...