২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট আজ জাতির সামনে উপস্থাপন করবেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিকেল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তার বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে।
রোববার (১ জুন) সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বাজেট উপস্থাপনার সময় বিটিভির ফিড নিয়ে বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোতেও সম্প্রচার করার অনুরোধ জানানো হয়েছে।
বাজেটের সম্ভাব্য মূল দিকগুলো: সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, এবারের বাজেটের মূল রূপরেখায় যা থাকছে:
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড): ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা
এনবিআরবহির্ভূত রাজস্ব: ১৯ হাজার কোটি টাকা
করবহির্ভূত রাজস্ব: ৪৬ হাজার কোটি টাকা
ব্যয় ও ঘাটতি: অনুন্নয়ন ব্যয়: ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা
উন্নয়ন বাজেট (এডিপি): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা
বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
এই ঘাটতি মেটাতে:
অভ্যন্তরীণ ঋণ: ১ লাখ ২১ হাজার কোটি টাকা
বৈদেশিক ঋণ: ১ লাখ ৫ হাজার কোটি টাকা
মৌলিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রা: জিডিপি প্রবৃদ্ধি: ৫ দশমিক ৫ শতাংশ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা: ৬ দশমিক ৫ শতাংশ
নতুন বাজেটের মাধ্যমে সরকারের লক্ষ্য হচ্ছে—দায়িত্বশীল ব্যয়ের মাধ্যমে প্রবৃদ্ধি ধরে রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সামাজিক সুরক্ষা জোরদার এবং রাজস্ব আহরণ ব্যবস্থায় আরও শৃঙ্খলা আনা।