কেন্টাকি: যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের এক নারী প্রায় ভুলবশত ফেলে দেওয়া একটি স্ক্র্যাচ-অফ লটারি টিকিট আবর্জনা থেকে উদ্ধার করে চমকে গেছেন, কারণ সেটি ছিল ৮০,০০০ ডলারের বিজয়ী টিকিট।
শেফার্ডসভিলের বাসিন্দা পামেলা হাওয়ার্ড-থরটন সম্প্রতি লেবানন জাংশনের একটি ‘স্পিডওয়ে’ দোকান থেকে ৫ ডলারের “ফ্ল্যামিংো বিঙ্গো” লটারি কিনেছিলেন। তাঁর ভাষায়, “একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল—আমাকে ওই টিকিটটা কিনতেই হবে।”
তিনি অন্য একটি লটারিতে ২০০ ডলার জিতে চারটি ফ্ল্যামিংো বিঙ্গো টিকিট কিনেছিলেন। রাত ১১:৩০টার দিকে টিকিটগুলো ঘেঁটে দেখা শুরু করেন। প্রথম তিনটি বিজয়ী না হওয়ায় সেগুলো ফেলে দেন। এরপর হঠাৎ খেয়াল হয়, চতুর্থ টিকিটটি কোথায়?
“আমি তখনই ডাস্টবিনে খুঁজে দেখি—আশ্চর্য! আমি সেটা ফেলে দিয়েছিলাম!”—বলে জানান থরটন। সেই টিকিটই পরে $৮০,০০০ ডলারের পুরস্কার জিতে দেয়।
তিনি বলেন, “আমি স্ক্যান করার পরই কাঁদতে শুরু করি, চিৎকার করে মেয়েকে ও মাকে ফোন দিই। আমার মা সবসময় বলতেন, তার জীবনে একবার যদি আমাকে বড় কোনো পুরস্কার জিততে দেখতে পারেন। সেদিন যখন আমি তাঁকে খবর দিই, তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।”