দক্ষিণাঞ্চল প্রতিবেদক : আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশী অবদান রেখেছেন, বয়সভিত্তিক ক্রিকেট টূর্নামেন্ট চালু, সারা বাংলাদেশে স্টেডিয়াম নির্মান এবং দলমত নির্বিশেষে যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন। যা আজ জাতীয় ক্রীড়াব্যক্তিত্বরা স্বীকার করেছেন।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টূর্নামেন্ট- ২০২৫ নেছারাবাদ বনাম পিরোজপুর পৌর এবং নাজিরপুর বনাম পিরোজপুর সদর এর সেমিফাইনাল খেলার সার্বিক সফলতা প্রচারনার লক্ষে পিরোজপুর জেলা স্টেডিয়াম হল রুমে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর কতৃক আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা। আরো উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার সভাপতি রেজাউল করিম মিটুল ও সাধারণ সম্পাদক লিটন খান প্রমুখ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এসময় বক্তরা আরো বলেন, অতীতে আমারা ব্রাদার্স ক্লাব এর পক্ষ হতে পাকির আলী এবং প্রেমলালকে নিয়ে এসেছিলাম তখন ফুটবলে এক নব উন্মাদনা শুরু হয়েছিল।
হয়তো সেই ধারাবাহিকতা আবার শুরু হবে। এ সময় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ মে পিরোজপুর পৌর বনাম নেছারাবাদ ও ২৪ মে পিরোজপুর সদর বনাম নাজিরপুর এর সেমিফাইনাল খেলার সার্বিক সফলতা ও প্রচারনার লক্ষ্যে এ সাংবাদিক সম্মেলন। আয়োজকরা জানান, এবারে মোট ৮ টি দল অংশ নেবে এবং খেলা অনুষ্ঠিত হবে পিরোজপুর স্টেডিয়ামে। আয়োজকরা সকলকে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান এবং সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।