বান্দরবান জেলা প্রতিনিধিসাইফুল্লাহ ছিদ্দিকী, বান্দরবানের আলিকদম উপজেলায় জিপ গাড়ি খাদে পড়ে তনয়া ম্রো (২৬) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া নারী-শিশুসহ অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কলারঝিড়ি ত্রিপুরা পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বান্দরবানের আলীকদম উপজেলার ১ নম্বর সদর ইউনিয়ন সংলগ্ন পানবাজার-কলার ঝিরি সড়কে যাত্রীবাহী একটি পিকআপ দুর্গম পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ম্রো সম্প্রদায়ের একজন নিহত হন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ থেকে ২৩জন। আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং সড়কটি সংকীর্ণ ও পিচ্ছিল ছিল। পিকআপটিতে যাত্রী ছিলেন অধিকাংশই ম্রো সম্প্রদায়ের নারী-পুরুষ। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সোজা খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও প্রশাসনের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।