আসন্ন নির্বাচন ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী ২ জুন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৩১ মে) রাজধানীতে অনুষ্ঠিত কৃষকদলের এক আলোচনা সভায় এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী বা অন্য দেশের এজেন্ট বলে অভিযুক্ত করছে। ১৭ বছরের ত্যাগ-তিতিক্ষার বদলে আজ একটি মহল অপবাদ দিচ্ছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘ফ্যাসিবাদের কুটচাল এখন জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করছে।’
প্রধান উপদেষ্টার আমন্ত্রণ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আলোচনার জন্য আনুষ্ঠানিকতার ঘাটতি নেই, কিন্তু বাস্তব অগ্রগতি কিছুই নেই।’
নির্বাচনের সময়সীমা নিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে—এটাই জনগণের দাবি। ডিসেম্বারের পর ভোট অনুষ্ঠানের কোনো যৌক্তিকতা নেই। যদি কোনো যুক্তি থেকে থাকে, সরকারকে তা প্রকাশ করতে হবে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘সংস্কারের নামে দেশের জনগণকে শুধুই প্রতারণা করা হচ্ছে।’