উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি অঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ স্থাপনায় অনুশীলনের সময় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে বাসস এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সামরিক ইউনিটের সদস্যরা একটি শুটিং রেঞ্জে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। এ সময় হঠাৎ রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণঘাতী বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন সেনা নিহত হন এবং আহতদের তাৎক্ষণিক হাসপাতালে পাঠানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে এক বিবৃতিতে নিশ্চিত করে, তারা ইউক্রেনের উত্তরাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে টার্গেটেড হামলা চালিয়েছে। তারা এ হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে, যেখানে একটি ঘন বনাঞ্চলের মধ্যে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।
ঘটনার পর ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হামলার সময় নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে সুমি অঞ্চলটি রুশ বাহিনীর টার্গেটে রয়েছে। এর আগে ইউক্রেনীয় সেনারা ওই অঞ্চল ব্যবহার করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে একাধিক আক্রমণ চালিয়েছিল। এ কারণেই মস্কো এখন সুমি ও আশপাশের এলাকাগুলোতে আরও জোরালো হামলা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।