মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার উত্তেজনার মধ্যে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “ইরান যদি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে এমন প্রতিশোধ নেওয়া হবে— যা আগে কখনও দেখা যায়নি।”
রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে ইরানে যেসব হামলা হয়েছে, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই। তবে যদি যুক্তরাষ্ট্র আক্রান্ত হয়, আমরা শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবো।”
তিনি আরও লেখেন, “আমরা চাইলে ইরান ও ইসরায়েলের মধ্যে সহজেই একটি চুক্তি করাতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি!!!”
গত শুক্রবার ভোরে ইসরায়েল তেহরানসহ ইরানের বেশ কিছু পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও ব্যাপকভাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এই সরাসরি সংঘর্ষে মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ বেড়েছে।
যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এই সংঘাতে সরাসরি জড়ায়নি, তবে ওয়াশিংটন আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতিও জোরদার করেছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য মার্কিন ভূমিকাকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি করতে পারে, বিশেষ করে যখন ওয়াশিংটন সরাসরি সংঘাতে না জড়ানোর কৌশল অবলম্বন করছে।
উল্লেখ্য, ইরান-ইসরায়েলের এই সামরিক উত্তেজনার পেছনে দীর্ঘদিনের বৈরিতা ছাড়াও পরমাণু কর্মসূচি, সিরিয়ায় প্রভাব বিস্তার এবং হামাস-হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থনের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ট্রাম্পের হুঁশিয়ারি এই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।