ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (২১ মে) সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র প্রবেশপথে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হাইকোর্টে বৃহস্পতিবার (২২ মে) এ বিষয়ে রায়ের দিন ধার্য থাকায়, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে কর্মসূচি চালিয়ে যাবেন।
বিক্ষোভকারীরা বলেন, ট্রাইব্যুনালের রায়ে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করা হলেও সরকার এবং নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে তাকে দায়িত্ব থেকে বঞ্চিত করছে। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের পাশাপাশি গণআন্দোলনও চালিয়ে যাওয়া হবে।
বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণা পর্যন্ত দলটির নেতা–কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন। নেতা–কর্মীরা যাতে ক্লান্ত হয়ে না পড়েন, সে জন্য থানাভিত্তিক সময় ভাগ করে দেওয়া হয়েছে। যেমন আজ রাত ১০টা পর্যন্ত সুনির্দিষ্ট কিছু থানার নেতা–কর্মীরা মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করবেন। এরপর রাত ১০টা থেকে সকাল ১০টা পর্যন্ত সুনির্দিষ্ট থানার নেতা–কর্মীরা কর্মসূচি চালিয়ে নেবেন।
ইশরাক হোসেনের সমর্থকেরা ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হয়।
গতকাল বিকেলে বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি ও ঢাকা অচল করে দেওয়ার হুমকি দেন।
আজ সকাল ১০টা থেকে হাইকোর্টসংলগ্ন মৎস্য ভবন ও যমুনার প্রবেশমুখে (কাকরাইল মসজিদসংলগ্ন) অবস্থান নেন বিএনপির নেতা–কর্মীরা। আজ ঢাকা মহানগর উত্তর, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, কেরানীগঞ্জসহ ঢাকার আশপাশের নেতা–কর্মীরাও অংশ নেন।
বিএনপির হাজার হাজার নেতা–কর্মী প্রথমে মৎস্য ভবন মোড়ে জড়ো হয়ে এই পথ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। পরে কাকরাইল মসজিদসংলগ্ন যমুনার প্রবেশমুখে অবস্থান নেন। এতে এই এলাকা হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল পাঁচটার দিকে এই প্রতিবেদন লেখার সময়ও মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের দিকে যাওয়ার সড়কটি বন্ধ করে রাখা হয়েছিল। এর আগে বিকেল চারটার দিকে বৃষ্টি নামে। এর মধ্যেই বিএনপির নেতা–কর্মীদের মিছিল ও স্লোগান দিতে দেখা গেছে।
মৎস্য ভবন মোড় অবরোধ, কাকরাইল মোড়ে বিএনপির হাজারো নেতা–কর্মী
৬ ঘণ্টা আগে
মৎস্য ভবন মোড় অবরোধ, কাকরাইল মোড়ে বিএনপির হাজারো নেতা–কর্মী
সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির বৈদেশিক–বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, সংহতি জানাতে তিনিও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে অল্প সময়ের মধ্যেই হাজির হবেন।