ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯৪ জন। এতে গত বছরের অক্টোবরে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫২ হাজার ৮৬২ জনে।
মঙ্গলবার (১৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং তুরস্কের আনাদোলু এজেন্সি এই তথ্য জানায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, হতাহতদের অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল।
আহতদের সংখ্যা এরই মধ্যে এক লাখ ১৯ হাজার ৬৪৮ জন ছাড়িয়েছে বলে জানায় মন্ত্রণালয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, রাস্তাঘাটে ও ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে আটকে থাকা বহু মানুষকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চাপের মুখে ইসরাইল গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই যুদ্ধবিরতি দুই মাসও টেকেনি। গত ১৮ মার্চ নতুন করে শুরু হওয়া হামলায় আরও ২,৭৪৯ জন নিহত এবং ৭,৬০০ জন আহত হয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, ২ মার্চ থেকে ইসরাইল গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে। ফলে অঞ্চলটিতে গভীর মানবিক সংকট দেখা দিয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, বাস্তবে নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে। কারণ, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন এবং তাদের মৃত বলে বিবেচনা করা হচ্ছে।
এদিকে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি, আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।