প্রতিনিধি ১৯ মার্চ ২০২৫ , ৬:২৫:৫৯ প্রিন্ট সংস্করণ
আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর: “একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মানে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী মুহাম্মাদ মনিরুল হাসান এর সঞ্চলানায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম আদিফ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার বলেন, ২৪ এ গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তারা জনগণকে হতাশ করেছে চরমভাবে। মানবরচিত মতবাদের মাধ্যমে এই স্বপ্নপূরণ সম্ভব নয়। তাই স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, একজন সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানব রচিত কোন মতবাদে বিশ্বাসী হতে পারেনা। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি।