ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির পর আজ রবিবার (১৫ জুন) থেকে দেশের সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খুলেছে। দীর্ঘ ছুটি শেষে আজ থেকেই শুরু হয়েছে কর্মব্যস্ততা।
গত ৭ জুন উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এর আগে ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। এরপর ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারিভাবে ছুটি ঘোষিত হয়। ছুটি মিলিয়ে এবার ঈদে সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান।
ঈদের ছুটিতে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে লাখো মানুষ রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছেড়ে যান। ছুটি শেষে গত কয়েক দিন ধরে রাজধানীর সদরঘাট, কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যারা দূর-দূরান্তে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন, তারা শনিবারের মধ্যেই রাজধানীতে ফিরেছেন।
যাত্রার শুরুতে তুলনামূলক স্বস্তি থাকলেও ফিরতি পথে ঈদের ছুটির শেষ দিনে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে। অতিরিক্ত ভিড়, যানজট ও বিলম্বিত যাত্রা ছিল সাধারণ ভোগান্তির কারণ।
প্রসঙ্গত, প্রথমে সরকার ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের ঈদ ছুটি ঘোষণা করেছিল। পরে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত দুই দিন ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা।
এই টানা ছুটি দেওয়ার কারণে ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে গত ১৭ ও ২৪ মে—শুক্রবার ও শনিবার, যেগুলো সাধারণত সাপ্তাহিক ছুটি—সেসব দিন অফিস খোলা রাখে সরকার, যাতে ছুটির ভারসাম্য রক্ষা করা যায়।
আজ থেকে আবার পুরোদমে শুরু হলো কর্মজীবন, ঈদের আমেজ শেষে ফিরলো অফিসপাড়ার চেনা ব্যস্ততা।