আসন্ন ঈদুল আজহার পর রাজধানী ঢাকায় জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, আগামী ২১ জুন (শুক্রবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা আয়োজনের প্রস্তুতি চলছে।
দলটির নেতাদের ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের আমলে জামায়াত নেতাকর্মীদের ওপর সংঘটিত ‘জুলুম-নির্যাতনের চিত্র’ জাতির সামনে তুলে ধরাই এই জনসভার মূল লক্ষ্য। একইসঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বক্তব্য থাকবে।
সমাবেশে সদ্য কারামুক্ত এ টি এম আজহারুল ইসলাম উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন নেতারা। জনসভার তারিখ নির্ধারণে সাপ্তাহিক ছুটির দিনকে বেছে নেওয়া হয়েছে যাতে জনদুর্ভোগ কম হয়।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের সময় সংবাদকে বলেন, “আগামী ২১ জুন, শুক্রবার দুপুর ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা শুরু হবে। প্রস্তুতি কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।”
আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “বিগত দিনে জামায়াত নেতাকর্মীদের ওপর কীভাবে অন্যায়ভাবে জুলুম-নির্যাতন চালানো হয়েছে, তা জাতিকে জানানোর জন্যই এই সমাবেশ।”
তিনি জানান, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারাভোগের পর মুক্তিপ্রাপ্ত এ টি এম আজহারুল ইসলাম জনসভায় বক্তব্য রাখবেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, “এই জনসভায় আমরা জাতিকে জানাবো কীভাবে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে আমাদের নেতাদের জুডিশিয়াল কিলিংয়ের শিকার করা হয়েছে। এটিএম আজহারুল ইসলামসহ অনেককে দীর্ঘদিন অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছিল।”
তিনি আরও বলেন, “এটি শুধু অতীত তুলে ধরার জনসভা নয়, আমরা আমাদের রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ কৌশল নিয়েও জনগণকে জানাবো।”