মোঃ সজিব আব্দুল্লাহ,সংবাদ দাতাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াত অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান ও সাবেক দায়িত্বশীল ভাইয়েরা একত্রিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, শিল্প ও বাণিজ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং হাতীবান্ধা-পাটগ্রাম সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ্ব আনোয়ারুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীবান্ধা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জনাব মোঃ হাছেন আলী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ।
আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ মিলনমেলায় সবাই পরস্পরের খোঁজ-খবর নেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।