Wednesday, July 30, 2025

ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদে ভিন্নমত জামায়াত

Date:

জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশন চার বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াত চায়, এই মেয়াদ পাঁচ বছরই থাকুক। তবে দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সাথে একমত হয়েছে জামায়াত।

আজ শনিবার সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়ে দুপুরের বিরতিতে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এ তথ্য জানান।

 

আজ সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়ে দুপুরের বিরতিতে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এ তথ্য জানান।

ডা. তাহের বলেন, আজকে কমিশনের সাথে আমাদের আলোচনা শেষ নাও হতে পারে, তবে আমরা আলোচনা অব্যাহত রাখব। আলোচনা জাতীয় স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ।

 

তিনি আরো বলেন, ‘প্রধান স্টেকহোল্ডার হিসেবে জামায়াতে ইসলামী অত্যন্ত গুরুত্বের সাথে, মনোযোগের সাথে সব সংস্কারকে বিবেচনা করছে। আমরা মনে করি, এটি দেশ ও জাতির জন্য কল্যাণকর। আমরা সেব্যাপারে মত দিচ্ছি, ঐক্যবদ্ধ হচ্ছি।’

ডা. তাহের বলেন, ‘একাধিক ব্যক্তি বা দল আমাদের কাছে বিবেচ্য নয়। বাংলাদেশ, দেশের মানুষ, দেশের ভবিষ্যৎ ও সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ-এটিই আমাদের অগ্রাধিকার।’

 

সংসদের মেয়াদের বিষয়ে চার বছর ও প্রেসিডেন্টের মেয়াদ এক বছর কমিশনের এমন প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘আমরা বলেছি সংসদের মেয়াদ পাঁচ বছর থাকবে। প্রেসিডেন্টের মেয়াদও পাঁচ বছর থাকবে।’

ডা. তাহের বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে আমরা একমত হয়েছি। তবে এটির কাজ ও বৈশিষ্ট্য এসব বিষয়ে আমরা এখন আলোচনা করছি। আলোচনা শেষে পূর্ণাঙ্গ ব্রিফিংয়ে আরো বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।

 

এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসেন জামায়াতের ১০ সদস্যের প্রতিনিধি দল।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আজকের আলোচনায় ঐক্যমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার এবং ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।

 

জামায়াতের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এএইচএম হামিদুর রহমান আজাদ ও এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

 

অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত রাষ্ট্রীয় সংস্কার উদ্যোগের বিষয়ে জাতীয় ঐক্যমত্য তৈরির জন্য চলতি বছরের ২০ মার্চ থেকে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক আলোচনা শুরু করে।
কমিশন ইতিমধ্যে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ ১৫টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে।
চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই কমিশনকে গুরুত্বপূর্ণ সংস্কারের উপর একটি ঐক্যবদ্ধ জাতীয় অবস্থান তৈরির দায়িত্ব দেয়া হয়েছে।

 

এখন পর্যন্ত ৩৪টি দল তাদের মতামত জানিয়েছে। কমিশন মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে তার প্রথম দফার আলোচনা সম্পন্ন করবে। একই মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় দফার আলোচনা শুরু করার কথা এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে একটি জাতীয় ঐকমত্যে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

 

প্রাথমিক পর্যায়ে এটি পাঁচটি সংস্কার কমিশনের মূল সুপারিশগুলো প্রস্তুত করেছে। এর মধ্যে রয়েছে সাংবিধানিক, জনপ্রশাসন, নির্বাচনী, বিচার বিভাগীয় এবং দুর্নীতিবিরোধী সংস্কারগুলো। মূল সুপারিশগুলোর ওপর মতামত চেয়ে ৩৯টি রাজনৈতিক দলের কাছে এর স্প্রেডশিট পাঠানো হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে কুখ্যাত বাশার আটক, পলাতক আরও দুই

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের...

টেকনাফে র‍্যাবের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত অস্ত্র-মাদকের পাহাড়ে আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি...

জেএসএস’র হাল ধরলেন আছিয়া আক্তার

“জাতীয় সাংবাদিক সংস্থা”র হাল ধরলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী মোছা: আছিয়া...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু মৌ আকতারঃবগুড়ার আদমদিঘী উপজেলার...