প্রতিনিধি ২৭ মার্চ ২০২৫ , ৩:৫৮:৩৭ প্রিন্ট সংস্করণ
আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর: কাউখালীতে অবৈধ ভাবে গড়েওঠা ইটের পাজা ফায়ারসার্ভিস দিয়ে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের উত্তর বেতকা গ্রামে অবৈধ ভাবে ইটের পাঁজা তৈরি করে ইট পোড়ানোর চেষ্টা করেন আবুল কালাম শরীফ নামে এক ব্যক্তি। উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ভাবে ফায়াস সার্ভিস ও পুলিশ নিয়ে অভিযান পরিচালানা করেন। এসময় মালিক পক্ষ প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা পরিত্যক্ত ইটের পাঁজাকে ফায়ারসার্ভিস দিয়ে সম্পূর্ণ ভাবে ধ্বংস করেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারী একই ভাবে এই অবৈধ ইটের পাঁজায় অভিযান চালিয়ে ইট পোড়ানো বন্ধ করে ইট পোড়ানোর জন্য আনা কাঠগুলো জব্দ করেন ছিলেন উপজেলা প্রশাসন। এরপরেও একই জায়গায় একই ভাবে অবৈধ ইটের পাঁজায় ইট পোড়ানোর চেষ্টা করে আবুল কালাম শরীফ। এ নিয়ে দেড় মাসের মধ্যে ২বার ভ্রম্যমান আদালত অবৈধ ইটের পাঁজা অভিযান ও ধ্বংস করেন। এব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইটের পাঁজায় অভিযান পরিচালানা করে প্রায় ৪০হাজার ইট ধ্বংস করা হয় এবং অভিযানের সময় ইটের পাজার মালিক ও মালিক পক্ষের লোকজন প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পারিয়ে যায়। তবে তাদের আইনের আওতায় আনা হবে।