প্রতিনিধি ১৮ মার্চ ২০২৫ , ৭:৪৪:৫৯ প্রিন্ট সংস্করণ
আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর: কাউখালী দক্ষিণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীরের ভগ্নিপতি মজিবুর রহমান।
গতকাল সোমবার কাউখালীর চিরাপাড়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। জানাগেছে, দুপুরে জোহরের নামাজ আদায় করার জন্য নিজের বাসার সামনের চিরাপাড়া নদীতে গোসল করার উদ্দেশ্যে নামেন। গোসল সেড়ে বাসায় আসতে দেরী হওয়ায় পরিবারের লোকজন খোঁজা-খুঁজি করে তাকে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।