• সারাদেশ

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ , ১:৩৯:৩১ প্রিন্ট সংস্করণ

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত
    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    জাহিদ খান,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

    তারুণ্যের উচ্ছ্বাস” মানবিক যুব সংগঠনের আয়োজনে এবং “চাইল্ড, নট ব্রাইড” প্রজেক্ট ও আরডিআরএস বাংলাদেশের সার্বিক সহযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৬ মার্চ রবিবার দুপুর ১২.০০ টায় কুড়িগ্রাম জেলা শহরের আরডিআরএস মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জীবন কুমার সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেছা।

    অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল, “চাইল্ড, নট ব্রাইড” প্রজেক্টের কো-অর্ডিনেটর অলিক রাংসা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, টেকনিক্যাল অফিসার লিড মো. আব্দুল মমিন, সাংবাদিক মাহফুজার রহমান টিউটর, সাংবাদিক ফিরোজ আলম মনু, সাংবাদিক ফজলুল করিম ফারাজী, ফিল্ড ফ্যাসিলিটেটর রোশনা খাতুন, যুব সংগঠনের সাধারণ সম্পাদক মরিয়ম আকতার মুক্তা ও কোষাধ্যক্ষ মিনহাজুল ইসলাম।

    বক্তারা বাল্যবিবাহের কুফল, নারীর শিক্ষা ও অধিকার এবং তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, বাল্যবিবাহ সমাজে নারীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তোলে এবং প্রজন্মের পর প্রজন্মকে পিছিয়ে দেয়।

    আয়োজকরা জানান, কুড়িগ্রামে ৭৬টি যুব সংগঠনের প্রায় ২৮০০ তরুণ-তরুণী বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তারা প্রত্যাশা করেন, যুবসমাজের এই উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার হবে এবং কুড়িগ্রামকে বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

    অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

    আরও খবর

    Sponsered content