খাবারে ভেজাল, মেয়াদোত্তীর্ণ উপাদান বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরাসরি সিলগালা করে দেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রাজধানীর তেজগাঁওয়ে এক মোবাইল কোর্ট অভিযানে এ ঘোষণা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। অভিযানে একটি নামী বেকারি প্রতিষ্ঠান থেকে মেয়াদোত্তীর্ণ উপকরণ ও অনুমোদনবিহীন খাদ্য রঙ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, “এখন থেকে কোনো ধরনের ভেজাল, প্রতারণামূলক লেবেলিং, মিথ্যা বিজ্ঞাপন বা ক্ষতিকর রাসায়নিক প্রমাণিত হলে শুধু জরিমানা নয়, প্রতিষ্ঠান সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।”
অধিদপ্তরের অভিযান পরিচালনায় অংশ নেওয়া সহকারী পরিচালক মিরান হোসেন বলেন, “খাবারে ফরমালিন, কার্বাইড, রং ও সংরক্ষণকারী পদার্থ ব্যবহারে মানুষ ধীরে ধীরে মৃত্যুর মুখে যাচ্ছে। আমরা এটা কোনোভাবে বরদাশত করবো না।”
তিনি আরও জানান, নিয়মিত বাজার তদারকির পাশাপাশি ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হবে।
ভোক্তাদের প্রতি আহ্বান: ভোক্তা অধিকার অধিদপ্তর ভেজাল প্রতিরোধে ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে। অভিযোগ যাচাই সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
এদিকে, বিভিন্ন ভোক্তা সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, “সিলগালার মতো কঠোর পদক্ষেপই ভেজালচক্রের বিরুদ্ধে কার্যকর হবে।”