• আবহাওয়া

    গরমের প্রথম মাসে শুরু হচ্ছে রোজা, কেমন থাকবে আবহাওয়া

      প্রতিনিধি ১ মার্চ ২০২৫ , ১০:২২:১১ প্রিন্ট সংস্করণ

    গরমের প্রথম মাসে শুরু হচ্ছে রোজা, কেমন থাকবে আবহাওয়া
    গরমের প্রথম মাসে শুরু হচ্ছে রোজা, কেমন থাকবে আবহাওয়া

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

     

    আগামীকাল রোববার থেকে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় ইবাদতের মাস মাহে রমজান শুরু হচ্ছে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় শহর থেকে গ্রামাঞ্চলের বেশিরভাগ মুসলিম জনগোষ্ঠীই রোজা রেখে ইবাদতের মাধ্যমে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। এবার সৃষ্টিকর্তার ইবাদতের এই মাসটি বাংলাদেশে গরমের মাসে শুরু হচ্ছে। বাংলাদেশে মার্চ মাস থেকেই গরম শুরু হয়। আবার এই মাসেই শুরু হতে যাচ্ছে মাহে রমজান। যার ফলে রমজানের আবহাওয়া কেমন থাকবে সেটা জানার আগ্রহ থাকে ধর্মপ্রাণ মুসলমানদের।

    বিশেষজ্ঞরা জানান, গত কয়েক দশকের  তুলনায় এখন উত্তপ্ত বৈশ্বিক তাপমাত্রা। যার প্রভাব টের পাওয়া যায় গ্রীষ্মের শুরুতেই। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে খরতাপে এবারও পুড়বে দেশের সমগ্র অঞ্চল। গত বছর খরতাপে বাংলাদেশে বিরাজ করেছিল টানা এক মাসের দাবদাহ। তাপমাত্রা ছাড়িয়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। কাজেই গরমের প্রথম মাসে শুরু হতে যাওয়া রমজান মাসেও আবহাওয়া নিয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। এই মার্চ মাসে গরমের সাথে কাল বৈশাখি ঝড়, শিলা বৃষ্টি ও ঘূর্ণিঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। এপ্রিল মাস উষ্ণতম হওয়ায় মার্চ মাসের গরমটা বেশিই হয়ে থাকে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    এদিকে মার্চ মাস নিয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, চলতি বছর মার্চ মাসে দেশের গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে ও বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হতে কিছুটা কম থাকতে পারে। এই মাসে বঙ্গপোসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে তা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই।

    মার্চ মাসের প্রথম ১০ দিন যেমন থাকতে পারে আবহাওয়া
    বিডব্লিউওটি জানায়, মার্চ মাসের প্রথম ১০ দিনের ৪, ৬ ও ৭ মার্চ দেশের আকাশ অনেক স্থানে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। মার্চের ৪ তারিখে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় ও দেশের অন্যত্র সামান্য কিছু এলাকায় আকস্মিকভাবে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে। অপরদিকে, আকস্মিকভাবে ৬ ও ৭ মার্চ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে । ৪ মার্চ রাজশাহী ও খুলনা বিভাগের পশ্চিম অঞ্চলে এবং ৬ ও ৭ মার্চ খুলনা বিভাগের কিছু এলাকায় বজ্রপাত হতে পারে। ৪ মার্চ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই সপ্তাহে দেশের আবহাওয়া বেশ চরমভাবাপন্ন থাকতে পারে, মানে দিনে গরম আর রাতে শীত থাকতে পারে।