দক্ষিণ গাজা উপত্যকায় চলমান সংঘর্ষের মধ্যে শনিবার (১৪ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক সৈন্য নিহত হয়েছেন। এর মাধ্যমে গাজায় হামাসবিরোধী স্থল অভিযান ও সামগ্রিক সামরিক অভিযানে ইসরায়েলের নিহত সৈন্যের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩০ জনে। খবর দ্য টাইমস অব ইসরায়েল।
আইডিএফ জানিয়েছে, নিহত সৈন্য ২১ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম শেমেশ, যিনি জেরুজালেমের বাসিন্দা ছিলেন। তিনি কেফির ব্রিগেডের শিমশোন ব্যাটালিয়নের একজন স্কোয়াড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, শেমেশ দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় আরপিজি (রকেট-প্রপেলড গ্রেনেড) হামলায় প্রাণ হারান। এ ঘটনায় আরেকজন সৈন্য সামান্য আহত হয়েছেন। এর আগে একই এলাকায় এক সপ্তাহের ব্যবধানে আরও চার ইসরায়েলি সৈন্য নিহত হয়েছিলেন।
ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের এক অভূতপূর্ব হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে। ওই হামলায় প্রায় ১,২০০ জন ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গাজার সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে এখনো ৫৩ জন জিম্মি রয়েছে। এদের মধ্যে অন্তত ৩৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে ২০ জন এখনো জীবিত। এছাড়া আরও তিনজনের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল।
আইডিএফ আরও জানিয়েছে, ১২ জুন (বৃহস্পতিবার) ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার পর গাজা যুদ্ধের তীব্রতা কিছুটা কমিয়ে আনা হয়েছে। ইসরায়েল ‘অস্তিত্বের হুমকি’ বলে বর্ণনা করা সেই হামলার পাল্টা প্রতিক্রিয়ায় শনিবার রাতে ইরানও ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে অন্তত ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন।