Wednesday, July 30, 2025

গুজরাটে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

Date:

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ২টার মধ্যে সর্দার বল্লবভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের বার্মিংহামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই, মাত্র ৮২৫ ফুট ওপরে উঠতেই বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুজরাট পুলিশ ও ভারতীয় সংবাদ সংস্থা এএনআই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দর এলাকার সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে এবং শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। টেলিভিশন চ্যানেলগুলোর খবরে দেখা গেছে, আহতদের অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, যাত্রীদের তালিকায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানির নামও রয়েছে বলে জানিয়েছে কিছু গণমাধ্যম। তবে তার সুনির্দিষ্ট অবস্থান এখনও নিশ্চিত নয়।

দুর্ঘটনার পর বিমানবন্দর এলাকায় ছড়িয়ে পড়ে আগুন এবং আকাশে দেখা যায় ঘন কালো ধোঁয়া। এ ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী ভূূপেন্দ্র পটেলকে ফোন করে দুর্ঘটনাস্থলে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এয়ার ইন্ডিয়া এবং বিমান চলাচল কর্তৃপক্ষ শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

মাদকবিরোধী অভিযানে নীলফামারীতে কুখ্যাত বাশার আটক, পলাতক আরও দুই

আশীষ বিশ্বাস নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশের...

টেকনাফে র‍্যাবের সফল অভিযান: শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত অস্ত্র-মাদকের পাহাড়ে আটক

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর পাহাড়ি...

জেএসএস’র হাল ধরলেন আছিয়া আক্তার

“জাতীয় সাংবাদিক সংস্থা”র হাল ধরলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী মোছা: আছিয়া...

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু মৌ আকতারঃবগুড়ার আদমদিঘী উপজেলার...