জাহিদ খান,জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় সাবেক ইউপি সদস্য এবং আওয়ামী লীগ নেতা ফয়জার রহমান (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বছরের ২ আগস্ট চিলমারীর রমনা ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
পরে আহতদের মধ্যে সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে চিলমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করে ৫০ জন এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়।
বুধবার (১৯ মার্চ) দুপুরে চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশাহেদ খান জানান, অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা ফয়জার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।