• সারাদেশ

    চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

      প্রতিনিধি ২২ মার্চ ২০২৫ , ৭:০৪:১০ প্রিন্ট সংস্করণ

    চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
    চিলমারীতে ৫২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

    আপনার সামাজিক প্ল্যাটফর্ম এই পোস্ট শেয়ার করুন

    জাহিদ খান,জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ৫২ পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

    গত ১৯ মার্চ ২০২৫, রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে চিলমারী থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৩ নং থানাহাট ইউনিয়নের বড় কোষ্টারী এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রমনা গুড়াতি পাড়ার মোঃ হালিম বাদশা (৩৮), বহরের ভিটা এলাকার মোঃ রেজাউল করিম (২৮), রাজার ভিটা এলাকার মোঃ রায়হান মিয়া (২২) এবং সবুজ পাড়া এলাকার মোঃ মহেদী হাসান চৌধুরী (৩৩)।

     

    কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন জানান, চিলমারী থানার আওতাধীন এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

     

    তিনি জোর দিয়ে বলেন, কুড়িগ্রাম জেলা থেকে মাদক নির্মূলের লক্ষ্যে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয়রা পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেছেন এবং মাদক নির্মূলে পুলিশের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content