রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) বরাদ্দকৃত অর্থে উপজেলার প্রকৃত উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ২৫টি সেলাই মেশিন, ৩০টি টিউবওয়েল ও ৪টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে উপকার ভোগীদের হাতে এ উপকরণ তুলে দেয়া হয়।উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মুজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন। জেলা পরিষদ থেকে জানানো হয়েছে,বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) বরাদ্দকৃত অর্থ থেকে বাছাই যাছাই করে প্রকৃত উপকার ভোগীদের মাঝে সেলাইমেশিন, টিউবওয়েল, হুইলচেয়ার, বাইসাইকেল অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করা হয়ে থাকে।