রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আয়োজনে বাচাইকৃত ১৩৫ জন কর্মীদের নিয়ে দুইদিন ব্যাপি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে শিক্ষা শিবিরের সমাপনী দিনে উপজেলা জামায়ে আমীর মোখলেছুর রহমান মাষ্টার এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোয়াম্মার আল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, এই উপজেলার অসংখ্য কর্মীদের মধ্য থেকে সর্বোচ্চ মানের কিছু কর্মী বাচাইকৃত করে আজকের এই শিক্ষা শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মনে রাখবেন,বাছাইকৃত কর্মীদের কোন ঋণ থাকা যাবে না। স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হবে এবং উচ্চমানের নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। বক্তব্যে তিনি আরো বলেন, পবিত্র কোরআনের সূরা তাওবার ২৪ নং আয়াতের আলোচনার আলোকে সবকিছুর চেয়ে ইসলামী আন্দোলনের কাজকে বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নীলফামারী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারি সেক্রেটারী অধ্যাপক আনারুল ইসলাম, সহকারি সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাদিম, জেলা শুরা সদস্য ও জলঢাকা আসনের জামাযাত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর কামারুজ্জামান সহ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ প্রমূখ।