প্রতিনিধি ১৮ মার্চ ২০২৫ , ১০:৫৭:০২ প্রিন্ট সংস্করণ
রবিউল ইসলাম রাজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) উপজেলার আল-ফালাহ্ অফিস মাঠে এ ইফতার মাহফিল হয়।উপজেলা আমির মো. মোখলেসুর রহমান এর সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী এসোসিয়েশনের সভাপতি ও জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ, জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমূখ। মাহে রমজানের তাৎপর্য, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্ব, ঐক্যতা ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরে আলোচনা করেন অতিথিবৃন্দরা এবং শেষে উপস্থিত সকলে একই সাথে ইফতার গ্রহণ করে অনুষ্ঠানটি শেষ হয়।