রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও জলঢাকা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়কারী বাস মালিকদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জুন) পৌর শহরের পেট্রোলপাম্প এলাকায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ক্যাপ্টেন জাছের আবদুল্লাহ ফুয়াদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুইটি বাস থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন। এসময় সেনাবাহিনীর উপস্থিতিতে যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়ার টাকা বাস যাত্রীদের হাতে হাতে ফিরিয়ে দেয়া হয়। গাড়ির মালিক ও চালকদের সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী।