প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৫ , ৫:৩৮:৫৯ প্রিন্ট সংস্করণ
শনিবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও নীতি নির্ধারক পরিষদ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা, নীতি নির্ধারক সদস্য মুহাম্মদ মনজুর হোসেন, মোঃ আলমগীর গনি, নীতি নির্ধারক সদস্য ও সহ সভাপতি মোঃ জামাল হোসেন, মোঃ খায়রুল ইসলাম, মোঃ আতিকুর রহমান আজাদ, মোঃ হাসান সরদার জুয়েল, যুগ্ম মহাসচিব সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, মোঃ আব্দুল মজিদ, সাংগঠনিক সচিব মোঃ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, দপ্তর সচিব মোঃ রাব্বি মোল্লা, প্রশিক্ষণ সচিব মোঃ আজিবুল হক পার্থ, পরিকল্পনা ও গবেষণা সচিব মোঃ সাইফুল ইসলাম, ঢাকা বিভাগের আহবায়ক মোঃ আনিছুর রহমান প্রধান, ঢাকা জেলা আহবায়ক মোঃ মহসিন উদ্দিন সহ নেতৃবৃন্দ।
সভায় সাংগঠনিক কাজে নিস্ক্রিয়তার জন্য যুগ্ম মহাসচিব মোঃ মামুন অর রশিদ, সাংগঠনিক সচিব মোঃ শাহিনুল ইসলাম ও জনকল্যাণ সচিব মোঃ জসিম উদ্দিন কে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
সভায় সহকারী দপ্তর সচিব হিসেবে মোঃ সিপন আলী, সহকারী প্রচার ও প্রকাশনা সচিব হিসেবে মোঃ শাকিল মৃধা ও সহকারী তথ্য ও প্রযুক্তি সচিব হিসেবে মোঃ ইমাম গাজ্জালীকে দায়িত্ব প্রদান করা হয়।
পরিশেষে সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মুহম্মদ আলতাফ হোসেন মহোদয় এর রুহের মাগফিরাত কামনা করে সভা সমাপ্তি করা হয়।