আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন এবং সঞ্চালনা করেন মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
সভায় সভাপতির বক্তব্যে মোঃ মমিনুর রশিদ শাইন বলেন, “শ্রমিক শ্রেণিই জাতির চালিকাশক্তি। তাঁদের ঘামে দেশের অর্থনীতি সচল থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও অনেক শ্রমিক তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সাংবাদিক সমাজ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কথা বলা এবং জনমত সৃষ্টি করা।” মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি, সাংবাদিকরা শুধু তথ্য পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম। শ্রমিকদের প্রতি অবিচার, নিম্ন মজুরি ও কর্মপরিবেশের সংকট নিয়ে সোচ্চার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মে দিবসের চেতনা শুধু একটি দিনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সারা বছরের আন্দোলনের উৎস হতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থার নীতি নির্ধারক সদস্য মুহাম্মদ মনজুর হোসেন, মোঃ আলমগীর গনি, সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, সহকারী দপ্তর সচিব মোঃ সিপন আলী, সহকারী প্রচার ও প্রকাশনা সচিব মোঃ শাকিল মৃধা, সহকারী তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ ইমাম গাজ্জালী এবং সদস্য মাহমুদ মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৮৮৬ সালের ১ মে শিকাগোর হে মার্কেট আন্দোলন আমাদের শিক্ষা দেয়—শ্রমিকের ন্যায্য দাবি মানতে হবে।
তাঁরা বলেন, বাংলাদেশের শ্রমিকরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখছেন। এই শ্রমের মর্যাদা রক্ষাই হোক মে দিবসের মূল অঙ্গীকার।
“শ্রমিকের সম্মান রক্ষা করলেই গড়ে উঠবে ন্যায়ভিত্তিক একটি সমাজ” এই স্লোগানকে সামনে রেখে আলোচনার মাধ্যমে বক্তারা সকলকে শ্রমিকবান্ধব বাংলাদেশ গড়ার আহ্বান জানান।