পঙ্কজ বিশ্বাস গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :
তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার”
সারা দেশের পালিত হয়েছে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় মূল বিষয় হলো নাগরিকের সচেতন হওয়া এবং রাষ্ট্র থেকে সুযোগ – সুবিধা ভোগ করা। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা। স্থানীয় সরকার সাধারণ জনগণের সেবা নিয়োজিত থাকে। স্থানীয় সরকারের আওতাধীনে অনেক উন্নয়ন প্রকল্প থাকে।
২৫ শে ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ টা সময় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উপলক্ষে র্যালি বের হয় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি শুরু হয় এবং উপজেলা চত্বরে ও সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে পরিষদ লাল শাপলা হলরুমে আলোচনা সভা১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফ্তা হক (ইউএনও)
এসময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দও। সমাজ সেবা অধিদপ্তর কর্মকর্তা রাকিবুল জামান (শুভ)।এলজিডি অফিসার সহ কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবে সভাপতি এফ,এম, মাহাবুব সুলতান, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার সংবাদ দাতা পঙ্কজ বিশ্বাস, কামরুল জামান রানা। কোটালীপাড়া উপজেলা বিএনপি সভাপতি এস এম মহিউদ্দিন। আবুল বসার হাওলাদার কোটালীপাড়া বিএনপি সাধারণ সম্পাদক । পৌর বিএনপি সদস্য সচিব ও সাবেক কাউন্সিলার অলিয়ার হাওলাদার। সুজয় সাহা ইউনিয়ন পরিষদের কর্মকর্তা। বিভিন্ন ইউনিয়নের সচিব ও মেম্বার। কোটালীপাড়া শেখ লুৎফর কলেজের ছাত্র – ছাত্রী হাসান বিশ্বাস ( ডিগ্রি) ও শামীমা।
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে অনেকে মূল্যবান বক্তব্য দিয়েছেন। এসময় প্রতীক দও বলেন, কোটালীপাড়া উপজেলা সকল ইউনিয়ন পরিষদের সকল কাজ ও সেবা পেতে পারে সাধারণ জনগণ। তিনি বিভিন্ন দিক তুলে ধরেন এবং উন্নয়ন প্রকল্প সকল কাজ। আরো বলেন কোটালীপাড়া পোরসভা ক শ্রেণীর। ছাত্র -ছাত্রী দের উদ্দেশ্যে বলেন স্থানীয় সরকারকে জানতে হবে ও এর গুরুত্ব দিতে হবে।