এশিয়ার ভবিষ্যৎ ও অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আয়োজিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নিতে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৮ মে) স্থানীয় সময় বেলা ১১টার দিকে জাপানের টোকিওতে পৌঁছান তিনি। এর আগে হংকংয়ে সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় তাকে স্বাগত জানান হংকং সরকারের শ্রমমন্ত্রী ক্রিস সান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ও প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীরা মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ভোররাতে তারা হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, সেখান থেকে বুধবার সকালে জাপানের উদ্দেশ্যে যাত্রা করেন।
জাপান সফরে অধ্যাপক ইউনূস নিক্কেই আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, যেখানে এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। এছাড়া তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন, যেখানে বাংলাদেশ ও জাপানের সম্পর্কোন্নয়ন, বিনিয়োগ এবং সামাজিক উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের আগামী ৩১ মে দেশে ফেরার কথা রয়েছে। তার এই সফরকে উচ্চপর্যায়ের কূটনৈতিক ও বাণিজ্যিক গুরুত্বপূর্ণ সফর হিসেবে বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি তুলে ধরার জন্য।