বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে করা আপিলের রায় রোববার (১ জুন) ঘোষণা করবে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এদিন এই রায় ঘোষণা করবেন।
শনিবার (৩১ মে) এ তথ্য নিশ্চিত করে অ্যাডভোকেট শিশির মনির বলেন, ইনশাল্লাহ, আগামীকাল সকালে জামায়াতের নিবন্ধন মামলার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।’
জানা গেছে, মামলাটি কার্যতালিকার শীর্ষে রয়েছে।
এর আগে ১৪ মে এই মামলার শুনানি শেষ হয় এবং আদালত ১ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, যার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।
শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, নির্বাহী সদস্য মতিউর রহমান আকন্দ, মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, এবং নায়েবে আমির ড. হেলাল উদ্দিন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন আগেই বাতিল করা হয়। এখন আপিল বিভাগ এই সিদ্ধান্ত বহাল রাখবে নাকি নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেবে—সে বিষয়েই রোববার চূড়ান্ত রায় দেবে।