রবিউল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়েতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা হয়। সভায় বাংলাদেশ জামায়েতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি এ্যাড. আল-ফারুক আব্দুল লতীফ, জেলা মজলিসে সূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মোঃ ছাদের হোসেন ও প্রভাষক আব্দুল কাদিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ কামারুজ্জামান, জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম সহ জলঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ প্রেসক্লাব সহ উপজেলার কর্মরত সকল সাংবাদিকবৃন্দ প্রমূখ। অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, ইনসাফ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ অপরিসীম। তাই বস্তুনিষ্ঠ সংবাদ ও নিরপেক্ষতা সমাজ যথা বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠিত করা সম্ভব।