গাজায় হামাসের হাতে আটক থাকা শেষ জীবিত মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারের সম্ভাব্য মুক্তিকে ঘিরে আলোচনার মধ্যেই ইসরায়েল স্পষ্ট জানিয়েছে, জিম্মি বিনিময়ের বিনিময়ে তারা কোনো যুদ্ধবিরতিতে সম্মত নয়। সোমবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, গাজায় হামাসের সঙ্গে তারা কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বা সমঝোতায় পৌঁছেনি।
পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানায়, এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার বিষয়ে হামাস ইতোমধ্যে ইসরায়েলকে অবহিত করেছে। এটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সদিচার প্রকাশের অংশ হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে।
এই সম্ভাব্য মুক্তির বিষয়টি হামাস, যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের মধ্যে চলমান চারপক্ষীয় আলোচনার ফল। পর্যবেক্ষকরা বলছেন, এটি গাজায় আটক থাকা বাকি ৫৯ জন জিম্মির মুক্তির পথও সুগম করতে পারে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়েছেন, তারা কেবল আলেকজান্ডারের নিরাপদ পারাপারের অনুমতি দিয়েছেন, কিন্তু সামরিক অভিযান অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “আলোচনা চলবে গোলাগুলির মধ্যেই, এবং লড়াই আরও তীব্র করার প্রস্তুতি চলবে।”
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলের সামরিক চাপের ফলেই হামাস এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এই আলোচনার খবর এমন এক সময় সামনে এল, যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় অঞ্চল সফরের প্রস্তুতি নিচ্ছেন, যদিও সফরের সূচিতে ইসরায়েলের কোনো বিরতি নেই।