টাঙ্গাইলের বাসাইল উপজেলায় থেমে থাকা একটি ট্রাকে মাইক্রোবাসের পেছন দিক থেকে ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন বাবা আমজাদ হোসেন (৪০) এবং তার দুই ছেলে রাতুল (১৪) ও অতুল। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতি বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা মাইক্রোবাসে করে ঢাকা থেকে শেরপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই বাবা ও তার দুই ছেলের মৃত্যু হয়। আহত তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। বিস্তারিত তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের প্রাথমিক ধারণা, ঘুমের ঘোরে চালকের অসতর্কতা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।