প্রতিনিধি ২৪ মার্চ ২০২৫ , ৬:৫৫:৪৪ প্রিন্ট সংস্করণ
জাহিদ খান,জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরটেপারকুটি উত্তর পাড়া (নামাপাড়া) এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, অদ্য২৩ মার্চ, রবিবার দুপুরে আউয়াল দোকানদারের বাড়ি সংলগ্ন কাচামাল ব্যবসায়ী বাবলু ডাক্তারের (কচাকাটা) ঔষধের দোকানের সামনে খেলতে গিয়ে রুবেলের মেয়ে এবং তার এক নিকটাত্মীয়ের ছেলে টিউবওয়েলের খালের পানিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাদের খোঁজ পেয়ে উদ্ধার করে, তবে ততক্ষণে তারা দুজনই নিথর হয়ে যায়।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।