উত্তরাঞ্চলের চরাঞ্চলে বন্যার আশঙ্কা :-
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কয়েক দিনের টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। পানি নিয়ন্ত্রণে রাখতে রোববার (১ জুন) সকাল ৯টার দিকে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট একযোগে খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
এদিন সকাল ৯টায় তিস্তার পানি সমতল অটোগেজে রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮৬ মিটার, যা বিপদসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচে (বিপদসীমা ৫২.১৫ মিটার)।
তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের নদী তীরবর্তী চরাঞ্চলগুলোতে বন্যার শঙ্কা তৈরি হয়েছে। নদীটির তীর ঘেঁষে রয়েছে ৭৬টি চর, যেখানে হাজার হাজার পরিবার নিচু জমিতে বসবাস করছেন। দ্রুত পানি প্রবাহিত হলে এসব এলাকা দ্রুত প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, সরাসরি বন্যার আশঙ্কা এখনো না থাকলেও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চর ডাউয়াবাড়ী এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, “বন্যা এলেই সবকিছু পানিতে তলিয়ে যায়। মাঠের ফসল, গরু-ছাগল, ঘরের জিনিস কিছুই রক্ষা করা যায় না। এবারো আমরা আতঙ্কে আছি।”
এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক কর্মকর্তা নূরুল ইসলাম জানান, “তিস্তার পানি প্রতিদিনই বাড়ছে। তাই ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানির চাপ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”