চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
জাপানের স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিট) সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সফরসঙ্গীরাও তার সঙ্গে রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
তিনি জানান, সফরকালে প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ প্রায় ২০টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
জাপান-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার শুক্রবার, সফরের তৃতীয় দিনে প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে বৈঠকে বসেন অধ্যাপক ইউনূস। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের অঙ্গীকার করেন, যা আগামী মাসগুলোতে কার্যকর হতে পারে।
বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা ও রেলখাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।
চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর পরদিন অর্থনৈতিক বিনিময়সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং প্রধান উপদেষ্টা ‘বাংলাদেশ বিজনেস সেমিনারে’ বক্তব্য দেন। সেখানে অর্থনীতি, বিনিয়োগ ও সহযোগিতা সংক্রান্ত ছয়টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করে বাংলাদেশ ও জাপান।
এর আগে বৃহস্পতিবার বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন ও জাপানে নিয়োগ সহজতর করতে আরও দুটি সমঝোতা স্মারক সই হয়।
টোকিওর হিরাকওয়াচো চিয়োডা সিটিতে অনুষ্ঠিত ‘হিউম্যান রিসোর্স সেমিনার’-এ এই চুক্তিগুলোর স্বাক্ষর হয়, যেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনূস।
জাপানে কর্মসংস্থানের সুযোগ সেমিনারে জাপানি কর্তৃপক্ষ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করে। এই সিদ্ধান্ত জাপানে বিদ্যমান শ্রমিক সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে উল্লেখ করা হয়।
আসিয়ান সদস্যপদে বাংলাদেশের আগ্রহের কথা মাহাথিরকে জানালেন ইউনূস নিক্কেই ফোরামের এক ফাঁকে অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বাংলাদেশের আসিয়ান সদস্যপদে অন্তর্ভুক্তির ইচ্ছা প্রকাশ করেন এবং মাহাথিরের সমর্থন কামনা করেন।
সম্মানসূচক ডক্টরেট পেলেন ইউনূস সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য অধ্যাপক ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।