বাংলাদেশের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা পর্যন্ত ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত বয়ে যেতে পারে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদফতর আরও জানায়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে। এই সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে।
এই পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে নদীবন্দর ও নদীপথে চলাচলকারী নৌযান, মাছ ধরার ট্রলার, ফেরি এবং অন্যান্য জলযানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উল্লেখ্য, বর্ষা মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়ছে। এতে নদীপথে যাতায়াত ও নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। ঝড়ের সময় বজ্রপাতের ঘটনাও বাড়ে, তাই কৃষক, জেলেসহ মাঠ ও খোলা জায়গায় কাজ করা মানুষদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার এমন পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।