হজপালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০ হাজার ৫০০ জন হাজি। শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে বাংলাদেশ হজ অফিস, এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি ও হজ হেল্প ডেস্ক।
ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছিলেন ২ হাজার ৯২৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৭৬ জন।
এ পর্যন্ত ৫২টি ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে ফিরেছেন ৬ হাজার ২০৭ জন, সৌদি এয়ারলাইনসের ২০টি ফ্লাইটে ৭ হাজার ৮৭৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৬টি ফ্লাইটে ফিরেছেন ৬ হাজার ৪২০ জন হাজি।
এদিকে, চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ২৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাঁদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৪ জন নারী। মৃত্যুস্থান অনুযায়ী, ১৯ জন মারা গেছেন মক্কায়, ৯ জন মদিনায় এবং ১ জন আরাফায়।
এবারের হজে বাংলাদেশের প্রথম ফ্লাইট সৌদি আরবে যাত্রা করে ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন, সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইট ৩৭৭ জন হাজিকে নিয়ে ঢাকায় অবতরণ করে। আগামী ১০ জুলাই পর্যন্ত ফিরতি ফ্লাইট চলবে।