রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):
রূপগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক সমতল পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আনিসুর রহমান প্রধান।
সাম্প্রতিক এ সাক্ষাতে উপস্থিত ছিলেন পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ পাভেল খন্দকার, সাংবাদিক সালমান সওদাগর ও মোঃ জাহিদ।
সৌজন্য সাক্ষাতে রূপগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকতা ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতার বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”
সাক্ষাত শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।