মৌ আকতার:
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে স্বাধীন হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক কৃষাণীসহ আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাটিচড়া ইউনিয়নের পূর্ব পাখিচড়া গ্রামের একটি ফসলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্বাধীন হোসেন মাঠে হালচাষ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশে থাকা আরও দুইজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।