মৌ আক্তার, নওগাঁ সদরঃ
নওগাঁ সদর উপজেলায় দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে চাল ও আটা বিক্রির কর্মসূচি শুরু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল।
খাদ্যবান্ধব এ কর্মসূচির আওতায় প্রতিদিন ৯ মেট্রিক টন চাল ও আটা সরবরাহ করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন। চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০ টাকায় এবং আটা ২৪ টাকায়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,”জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এ কার্যক্রম চালু করেছে। এতে সাধারণ মানুষ স্বস্তিতে খাদ্যসামগ্রী কিনতে পারবে।”
বিক্রয় কার্যক্রম সপ্তাহের নির্ধারিত দিনগুলোতে সকাল ৯টা থেকে শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় খাদ্য গুদামের কর্মকর্তা, ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
স্থানীয় এক ক্রেতা বলেন, “এই দামে চাল-আটা পেয়ে অনেক উপকার হয়েছে। বাজারে এই দামে পাওয়া সম্ভব না।”
জানা গেছে, আগামী ৩ মাস এ কার্যক্রম চলমান থাকবে।